ক্যাটাগরি

বন্দরে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

বুধবার দুপুরে বন্দরের ১৩ নম্বর জেটিতে
দাঁড়ানো একটি বিদেশি জাহাজে দুর্ঘটনার পর ওই শ্রমিক বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে পুলিশ জানিয়েছে।

নিহত শ্রমিকের নাম আমিন উল্লাহ (৫৫)।
তিনি নগরীর বন্দর থানাধীন ফকিরহাট এলাকার ৩ নম্বর বড়বাড়িতে থাকতেন। তবে তার বাড়ি ফেনী
জেলার দাগনভূইয়া এলাকায়।

চট্টগ্রাম নৌপুলিশের ওসি মিজানুর রহমান
বলেন, “বিদেশি জাহাজটিতে কন্টেইনার তোলা হচ্ছিল। কন্টেইনারের
ওপরে থাকা আমিন ৪০ ফুট নিচে জাহাজের ভেতরে পড়ে গিয়ে গুরুতর আহত হন। গুরুতর আহতাবস্থায়
তাকে হাসপাতালে নিয়ে বিকালে তার মৃত্যু হ।”

আমিন উল্লাহ একটি বেসরকারি বার্থ অপারেটরের
শ্রমিক হিসেবে কাজ করতেন।