উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের
বামন খাল থেকে বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয় বলে বোয়ালখালী থানার ওসি
আব্দুল করিম জানান।
নিহত চালক মো. জাবেদ হোসেনের (৩০)
বাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে। তার শরীরে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন ছিল এবং
অটোরিকশাটি সেখানে পাওয়া যায়নি বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন,
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বামন খালের পাড় থেকে তারা জাবেদের লাশ উদ্ধার করেন।
“পূর্ব শত্রুতার জেরে, নাকি অটো
ছিনতাইয়ের জন্য জাবেদকে খুন করা হয়েছে তা খতিয়ে দেখতে হবে,” বলেন ওসি।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায়
জাবেদ তার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। সকালে বাড়ির কিছু
দূরেই বামন খালের পাড়ে তার লাশ পাওয়া যায়।
জাবেদের অটোরিকশাটির খোঁজ নেওয়া হচ্ছে
বলে জানান ওসি।