ক্যাটাগরি

মৌলভীবাজারে রান্নার গ্যাস থেকে আগুন লেগে স্কুলশিক্ষিকার মৃত্যু

সিলিন্ডার ছিদ্র হয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে আগুন লাগে বলে বড়লেখা
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামীম মোল্লা জানান।

নিহত রুবিয়া বেগম ( ৪২) উপজেলার কান্দিগ্রাম মিহারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

তার স্বামী আব্দুল করিম (৪৮)
উপজেলার সুড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুলের করিমের স্ত্রী।

উপজেলার দাসেরবাজার ইউনিয়নের
দক্ষিণ লঘাটি গ্রামে ভাড়া বাসায় দুই ছেলেমেয়ে নিয়ে থাকেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা
শামীম জানান, বৃহস্পতিবার ভোরের দিকে সেহরির খাবার তৈরির জন্য রান্নাঘরে যান রুবিয়া।
তিনি গ্যাসের চুলা জ্বালাতেই আগুন ধরে যায়। রুবিয়ার চিৎকার শুনে করিম এগিয়ে গেলে তিনিও
দ্বগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে যান। সেখানে চিকিৎসক রুবিয়াকে মৃত ঘোষণা করেন।

দগ্ধ করিমকে উন্নত চিকিৎসার
জন্য সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “রান্নাঘরটি
বদ্ধ ছিল। এ কারণে সিলিন্ডারের ছিদ্র থেকে বের হওয়া গ্যাস জমে থাকে। এ অবস্থায় চুলা
জ্বালাতেই আগুন ধরে যায়।”

বড়লেখা থানায় অপমৃত্যু মামলা
দায়েরের পাশাপাশি পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে
পাঠিয়েছে।

তাছাড়া পুলিশ ঘটনা তদন্ত
করে দেখছে বলে জানিয়েছেন বড়লেখা থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার।