ক্যাটাগরি

লিভারপুলে আরও দুই বছর ক্লপ

লিভারপুল বৃহস্পতিবার এই তথ‍্য জানায়। আগামী ২০২৬ সাল
পর্যন্ত এই ক্লাবে থাকবেন তিনি।

ক্লপের সঙ্গে লিভারপুলের চুক্তির মেয়াদ ছিল ২০২৪ সাল
পর্যন্ত।

২০১৫ সালে লিভারপুলের দায়িত্ব নেওয়ার পর দলটিকে দারুণ সব
সাফল্য এনে দেন ক্লপ। তার কোচিংয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগের শিরোপা জেতে
ক্লাবটি।

চলতি আসরে এই দুটিসহ চারটি শিরোপা  ঘরে তোলার দৌড়ে বেশ ভালোভাবেই এগিয়ে আছে
লিভারপুল। প্রিমিয়ার লিগে ৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তারা। শীর্ষে
থাকা ম্যানচেস্টার সিটি সমান ম‍্যাচে খেলে স্রেফ এগিয়ে ১ পয়েন্টে।

ইউরোপ সেরার লড়াইয়ে সেমি-ফাইনাল খেলছে লিভারপুল। প্রথম
লেগে বুধবার ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে তারা।

মৌসুমে এরই মধ্যে তারা জিতে নিয়েছে লিগ কাপ। আগামী মাসে
এফএ কাপের ফাইনালে খেলবে চেলসির বিপক্ষে।