সংবাদ সম্মেলনে শুক্রবার বিষয়টি নিজেই নিশ্চিত
করেছেন রাংনিক।
উলে গুনার সুলশারকে ছাঁটাই করার পর গত নভেম্বরে
মৌসুমের বাকি অংশের জন্য রাংনিককে কোচের দায়িত্ব দেয় ইউনাইটেড।
২০২১-২২ মৌসুমটা পার করে দুই বছর ক্লাবটির
পরামর্শক হিসেবে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন ৬৩ বছর বয়সী রাংনিক।
সম্প্রতি ইউনাইটেড তাদের পরবর্তী কোচ হিসেবে
এরিক টেন হাগের নাম ঘোষণা করেছে।
রাংনিক তার অস্ট্রিয়ার দায়িত্ব নেওয়ার ঘোষণা
দেওয়ার পাশাপাশি জানিয়েছেন, ইউনাইটেডের পরামর্শকের কাজও চালিয়ে যাবেন।
“আমি (চলতি) মৌসুম শেষে অস্ট্রিয়ার জাতীয়
দলের কোচের দায়িত্ব নেব, তবে ম্যানচেস্টার ইউনাইটেডের পরামর্শক হিসেবেও কাজ চালিয়ে
যাব। আমি ইউনাইটেডকে সত্যিকারের শক্তিতে পরিণত করার পথে ভূমিকা রাখতে উন্মুখ হয়ে আছি।”
কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ
হওয়ার পর অস্ট্রিয়ার কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান কোচ ফ্রাঙ্কো ফোদা। এরপর থেকে কোচহীন
আছে দলটি।
অস্ট্রিয়ার কোচ হিসেবে রাংনিকের যাত্রা শুরু
হবে আগামী জুনে শুরু হতে যাওয়া নেশন্স লিগ দিয়ে। ‘এ’ লিগের গ্রুপ-১-এ তাদের সঙ্গী ক্রোয়েশিয়া,
ডেনমার্ক ও ফ্রান্স।