বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনীর ব্যাংক রোডের পশ্চিম পাশের ইসলাম মার্কেট, হক মার্কেট ও স্টেশন মার্কেটে আগুন লাগে। প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে যাওয়ার সময় সড়কে পড়ে গিয়ে আবদুল করিম রিংকু নামের ৫০ বছর বয়সী এক ব্যবসায়ীর মৃত্যু হয়।
নোয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, আগুন নিয়ন্ত্রণে আনেতে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করে। রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে দুই শতাধিক দোকান পুড়ে গেছে বলে জানালেও এতে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোছলেহ হোসেন জানান, চৌমুহনীতে আগুন নেভাতে গিয়ে ক্ষতিগ্রস্ত দোকানের ব্যবসায়ী ও কর্মচারীসহ ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বাকিদের উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বেগমগঞ্জ আসনের সাংসদ মামুনুর রশিদ কিরণ, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ও চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফল্লাহ খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।