বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার উত্তর
বারিধারাকে ৬-০ গোলে হারায় অস্কার ব্রুসনের দল। মিগেল, সোহেল রানা, তৌহিদুল আলম সবুজ,
নুহা মোরাং ও সুমন রেজা একটি করে গোল করেন। অন্য গোলটি আত্মঘাতী।
১৩ ম্যাচে ১০ জয় ও দুই ড্রয়ে ৩২ পয়েন্ট
নিয়ে শীর্ষে আছে কিংস। একই দিনে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদকে ২-১ গোলে হারানো শেখ জামাল
ধানমণ্ডি ক্লাব ২৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
প্রথম পর্বের দেখায় ১-০ গোলে হারা উত্তর
বারিধারা এ ম্যাচের শুরুর দিকে কিংসকে ভালোভাবেই আটকে রাখে। পঞ্চদশ মিনিটে প্রথম ভালো
সুযোগটিও পায় তারা। কিন্তু মোহাম্মদ জুয়েলের শট ক্রসবারে লেগে ফিরে আসে।
পাঁচ মিনিট পর কিংসের ফরোয়ার্ড মোরাংয়ের
শট পোস্টের নিচের দিকে লেগে প্রতিহত হয়। ২৬তম মিনিটে ইয়াসিন আরাফাতের আড়াআড়ি ক্রস থেকে
প্লেসিং শটে দলকে এগিয়ে নেন মিগেল। স্বাধীনতার বিপক্ষে অভিষেক ম্যাচেও জোড়া গোল করেছিলেন
এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।
দলকে এগিয়ে নেওয়ার একটু পরই চোট পেয়ে মাঠ
ছাড়েন মিগেল। বদলি নামেন মতিন মিয়া। ৩০তম মিনিটে রবসন দি সিলভা রবিনিয়োর কাট ব্যাকে
টোকায় ব্যবধান দ্বিগুণ করেন সোহেল। আট মিনিট পর হেডে ব্যবধান আরও বাড়ান মোরাং।
দ্বিতীয়ার্ধের শেষ দিকে আরও তিন গোল পায়
কিংস। ৮৭তম মিনিটে প্রথম প্রচেষ্টা ব্লকড হওয়ার পর ফিরতি শটে লক্ষ্যভেদ করেন সবুজ।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে তার কাট ব্যাক ক্লিয়ার করতে গিয়ে খোকন মিয়া নিজেদের জালেই
বল জড়ান।
শেষের বাঁশি বাজার আগ মুহূর্তে রবিনিয়োর
পাসে আরেক বদলি ফরোয়ার্ড সুমন লক্ষ্যভেদ করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস।