বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩১ জুলাই থেকে ১১ অগাস্টের মধ্যে ভর্তি পরীক্ষার দিন ঠিক করা হতে পারে। ভর্তির আবেদনসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (juniv-admission.org) পাওয়া যাবে।
এবার থেকে দশটি ইউনিটের পরিবর্তে পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পাঁচ ইউনিটের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও ইনস্টিটিউট অন্তর্ভুক্ত করা হয়েছে। একইসঙ্গে ভর্তি পরীক্ষার আবেদন ফি বিগত বছর চেয়ে ৩০০ টাকা বেড়েছে।
কর্তৃপক্ষের দাবি, ১০ ইউনিট থেকে কমিয়ে ৫ ইউনিট করাতে ভর্তি পরীক্ষার ফি বাড়ানো হয়েছে।
এবার ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিকে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের আওতায় ‘এ’ ইউনিট, সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদকে নিয়ে ‘বি’ ইউনিট, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, চারুকলা বিভাগ, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটসহ কলা ও মানবিক অনুষদভূক্ত বিভাগগুলো নিয়ে ‘সি’ ইউনিট, জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলো নিয়ে ‘ডি’ ইউনিট এবং বিজনেস স্টাডিজ অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে ‘ই’ ইউনিট গঠন করা হয়েছে।
ফরমের মূল্য বৃদ্ধির নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক নূরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ইউনিট কমিয়ে এনেছি তাই ফরমের মূল্য বাড়ানো হয়েছে। এবার কলা অনুষদের তিনটি ইউনিটকে একসাথে করা হয়েছে, যেখানে এই তিন ইউনিটে আগে খরচ হত ১৪০০ টাকা। ইউনিট একটি করাতে সেখানে খরচ হবে ৯০০ টাকা। এভাবে অন্য ইউনিটগুলোতেও ১০০ টাকা করে কম নেওয়া হচ্ছে।”