ক্যাটাগরি

রুশ বাহিনীর পতন ঘটবে কয়েকসপ্তাহেই: ব্রিটিশ সামরিক বিশেষজ্ঞ

বিবিসি জানায়, লন্ডনের কিংস কলেজের যুদ্ধ বিষয়ক বিভাগের এই বিশেষজ্ঞ বলেছেন, “রাশিয়ানদের সেনা মূলত শেষ হয়ে আসবে এবং ইউক্রেনীয়রা পাল্টা আক্রমণ শানাবে।”

রুশ বাহিনী ওই অঞ্চল দখলের একটি সুযোগ নষ্ট করে ফেলেছে বলেই মনে করেন এই বিশেষজ্ঞ।

বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, “তারা (রাশিয়া) হামলায় বিধ্বস্ত সেনা ইউনিটগুলোকে কিইভ থেকে সরিয়ে নিয়েছে এবং এরপর পূর্বাঞ্চলে যুদ্ধের জন্য এই ইউনিটগুলোকেই পুনর্গঠন করার চেষ্টা করেছে।”

কিন্তু এই সেনা ইউনিটগুলো ইউক্রেইনের রাজধানী কিইভ দখলের লড়াইয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাশিয়া সেগুলোকে ঠিকমত গড়ে তুলতে না পেরেও বলিষ্ঠ আরেকটি পদক্ষেপ নিয়েছে।”

তাছাড়া, ইউক্রেইন যুদ্ধে একটি ‘বড় ধরনের কৌশলগত মোড় পরিবর্তন’ হয়েছে উল্লেখ করে মার্টিন বলেন, যুক্তরাজ্য ঘোষণা দিয়ে বলেছে, তাদের লক্ষ্য ক্রিমিয়াসহ ইউক্রেইনও রুশ সেনা মুক্ত করা।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস দুদিন আগেই ইউক্রেইন যুদ্ধ ১০ বছর ধরে চলতে পারে বলে যে আভাস দিয়েছিলেন তা ‘ভুল’ উল্লেখ করে মার্টিন বেশ জোর দিয়েই বলেছেন, “তার আগেই রুশ বাহিনীর পতন ঘটবে এবং আমরা একটি অভ্যুত্থান দেখতে পাব।”

তাছাড়া, যুক্তরাষ্ট্র ইউক্রেইনে ৩ হাজার ৩শ’ কোটি ডলারের যে রেকর্ড সহায়তা প্যাকেজ পরিকল্পনা ঘোষণা করেছেন, সেটিও রুশ বাহিনীর পতন ডেকে আনার ক্ষেত্রে খুবই পরিষ্কার এক দৃঢ়সংকল্পের সংকেত বলে উল্লেখ করেছেন মার্টিন।

ওদিকে, ইউক্রেইনও শুক্রবার বলেছে, পূর্বাঞ্চলের লড়াইয়ে রাশিয়ার বাহিনী বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে। যদিও ‍যুদ্ধে ইউক্রেইন নিজেদের পক্ষেও অনেক ক্ষয়ক্ষতি হওয়ার কথা স্বীকার করে নিয়েছে।

গত মাসে ইউক্রেইনের উত্তরাঞ্চলে রাজধানী কিইভে হামলায় ব্যর্থ হয়ে রাশিয়া এখন ইউক্রেইনের দুই পূর্বাঞ্চলীয় প্রদেশ দনবাস ‍পুরোপুরি দখল করে নেওয়ার অভিযানে নেমেছে।

ওই অঞ্চলে গত সপ্তাহ থেকে লড়াই শুরুর পর কিছু শহর এবং গ্রাম হাতছাড়া হয়েছে বলে ইউক্রেইন স্বীকার করেছে। তবে তারা বলছে, এই কয়েকটি এলাকার দখলে নিতে রুশ বাহিনীকে অনেক বড় মূল্য দিতে হয়েছে।

ইউক্রেইনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি অ্যারেস্টোভিচ বলেছেন, “আমরা গুরুতর ক্ষতির শিকার হয়েছি, কিন্তু রাশিয়া আমাদের চেয়ে আরও অনেক অনেক বেশি ক্ষতির শিকার হয়েছে…তাদের বিশাল ক্ষতি হয়েছে।”