শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু
হয় বলে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন কান্তি বণিক জানান।
মো. বাবলু নামের ৩২ বছর বয়সী ওই যুবকের বাড়ি সীতাকুণ্ড উপজেলা
পৌর সদরের শেখ নগর গ্রামে।
ওসি বলেন, “পৌরসভার শেখ নগর এলাকার একটি
পুকুরের ঘাট ব্যবহার নিয়ে প্রতিবেশী নারীদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ায় পুরুষরাও জড়িয়ে পড়লে
২৬ এপ্রিল রাতে রেল লাইনের পাশে বাবলুকে ছুরিকাঘাত করে অন্যরা। গুরুতর আহত অবস্থা তাকে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।”
ওই ঘটনায় বাবলুর বাবা চার জনের বিরুদ্ধে
হত্যাচেষ্টার মামলা করেছিলেন, কিন্তু মারা যাওয়ায় তা হত্যা মামলায় রূপান্তর হবে বলে
জানান ওসি সুমন।