জ্যাকসন হাইটসের বাংলাদেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে ক্রেতাদের আকৃষ্ট করতে স্থানীয় সময় বৃহস্পতিবার এ কর্মসূচির উদ্বোধন করেন তারা।
কর্মসূচির উদ্বোধন করেন জেবিবিএ নেতারা
এতে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রেসিডেন্ট হারুন ভূইয়া, সেক্রেটারি ফাহাদ সোলায়মান, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলম নমী, সম্পাদকমণ্ডলীর সদস্য কামরুজ্জামান বাচ্চু, নির্বাচন কমিশনার মোহাম্মদ পিয়ার, কাজী মন্টু, মহসিন ননী, সেলিম হারুন, রফিক আহমেদ, মোহাম্মদ দুলাল, আসিফ বারি টুটুল, হাসিনা বারি ও সাখাওয়াত বিশ্বাস।
জেবিবিএর উদ্যোগে এর আগেও ঈদ উপলক্ষে রমজানের শুরুতে আলোকসজ্জা করা হয়েছিল। কিন্তু ২০০৯ সালে তা বন্ধ হয়ে যায়। সম্প্রতি জ্যাকসন হাইটসকে ক্রেতা-সাধারণের কাছে আরও বেশি আকৃষ্ট করতে নানা পদক্ষেপ নিচ্ছেন জেবিবিএর বর্তমান হারুন-ফাহাদ কমিটি।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |