শুক্রবার ভোর রাতে ফ্লাইওভারে ওই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুজন রাস্তায় ছিটকে
পড়ে গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক
তাদের মৃত ঘোষণা করেন বলে খিলগাঁও থানার এসআই হাসান মুন্সী জানান।
তিনি বলেন, সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে নিহতদের পরিচয় জানা গেছে।
তাদের একজন খুলনার ফুলতলার
অশ্বিনী বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস (৪২), অন্যজন ঢাকার ভাটারার খিলবাড়ীরটেকের আব্দুস সালামের ছেলে এন্তারুজ্জামান
(৪৩)।
পুলিশ লরিটি জব্দ করলেও চালক
আগেই পালিয়ে গেছে
বলেও জানান এসআই হাসান।