উপজেলার পলবান্ধা
ইউনিয়নে শুক্রবার সকালে তার লাশ পাওয়া যায় বলে ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা
খাইরুল ইসলাম জানান।
মৃত মাহতাবুল
রহমান বাবু (১৯) ওই ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমলের ছেলে।
বৃহস্পতিবার
দুপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন মাহতাবুল।
ফায়ার
সার্ভিস কর্মকর্তা খাইরুল বলেন, বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে
নিখোঁজ হন মাহতাবুল। খবর পেয়ে ডুবুরি দল উদ্ধারের চেষ্টা চালায়। শুক্রবার সকালে
তার মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে ধর্ম
প্রতিমন্ত্রী ফরিদুল হক ওই চেয়ারম্যানের বাড়ি গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।