বৃহস্পতিবার
বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠানটির নবম মৌসুমের ৭৩তম পর্ব প্রচার করা হয়েছে;
এতে অংশ নিয়ে সর্বোচ্চ ৫৪ নম্বর পেয়ে বিজয়ী হয়েছেন সিঁথি।
গান, তাৎক্ষণিক বুদ্ধি পরীক্ষাসহ কয়েকটি খেলায় ভারতের বাকি তিন প্রতিযোগীকে
পেছনে ফেলেছেন তিনি।
পর্বের বিজয়ী হিসেবে তার হাতে ট্রফি, স্বর্ণের নেকলেস, বিভিন্ন গিফট হ্যাম্পার
তুলে দেন অনুষ্ঠানের উপস্থাপক, জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘দিদি নাম্বার ওয়ান’র নবম মৌসুমের প্রচার শুরু
হয়েছে; কলকাতার পাশাপাশি বাংলাদেশের দর্শকদের কাছেও বেশ জনপ্রিয়তা পেয়েছে আয়োজনটি।
সিঁথি সাহাকে পর্বের বিজয়ী হিসেবে ঘোষণা পর বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা
হয়েছে, নবম মৌসুমের চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। জি বাংলা কর্তৃপক্ষ নবম মৌসুমের গ্র্যান্ড
ফিনালের কোনো আয়োজন করেনি এখনও।
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, প্রত্যেক পর্বে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রতিযোগীকে
বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়; সিঁথি মূলত একটি পর্বের সেরা হয়েছেন।
বিষয়টি নিয়ে সিঁথির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
২০১০ সালে অনুষ্টানটি প্রচার শুরু হয়। মাঝে রচনা ব্যানার্জির জায়গায় দেবশ্রী
রায়, জুন মালিয়াকে সঞ্চালনায় দেখা গেলেও দর্শকদের অনুরোধে রচনাকে ফেরানো হয়।