বৃহস্পতিবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত এ সভা থেকে দেশে বিনিয়োগে আগ্রহী প্রবাসীদের সহযোগিতার আহ্বান জানান বক্তারা।
এনআরবি সেন্টারের এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মনিরুল ইসলাম।
বক্তব্য দিচ্ছেন এরশাদ সিদ্দিকী
তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে আমরা সব ধরনের সহযোগিতা দিচ্ছি। সরকারও প্রবাসীদের ব্যাপারে যথেষ্ঠ আন্তরিক। সহযোগিতার এ দিগন্তকে কাজে লাগিয়ে বহুজাতিক এ সমাজে বাংলাদেশের ইমেজ সমুন্নত রাখতে প্রতিটি প্রবাসী একেকজন শুভেচ্ছা দূত বলে মনে করি।”
নিউ ইয়র্কে সোনালী ব্যাংকের একটি পূর্ণাঙ্গ শাখা খোলার আহ্বান জানান বক্তরা।
আলোচনায় অংশ নেন এম এম শাহীন, মাসুদুল হাসান, নাইমা খান, জয় চৌধুরী, লিটন আহমদ, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম হাওলাদার, নিউ ইয়র্ক পুলিশ বিভাগের কর্মকর্তা ও বাপার সাবেক সভাপতি সুমন সাইদ এবং মুহাম্মদ শামসুল হক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এরশাদ সিদ্দিকী ও নিউ ইয়র্ক সিটি মেয়রের নিরাপত্তা টিমের প্রধান কর্মকর্তা হুমায়ুন কবীর, ইমতিয়াজ চৌধুরী, জ্যামাইকা ফ্রেন্স সোসাইটির সাধারণ সম্পাদক শামিম আল রাসেল, মুক্তিযোদ্ধা লাবলু আনসার, ফিজুল আহাদ শফি, এস এম সোলায়মান, আহাদ আলী, হোসনে আরা, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহকারী তাসকিরুল ইসলাম নিবিড়, হাসান আলী, নিউ আমেরিকান ভোটার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট দিলীপ নাথ, আব্দুর রহমান, নাসির উদ্দিন আহমদ, সানোয়ার চৌধুরী, আব্দুল আহাদ, শেখ গালিব রহমান ও সৈয়দ আতিকুর রহমান ।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |