ক্যাটাগরি

পাটুরিয়া ঘাটে ছিনতাই করা মোবাইল ফোনসহ গ্রেপ্তার ৫

এরা হলেন- আলামিন মোল্লা (২৪), মনির হোসেন (৩৫), মো. আলিমুল্লাহ ওরফে হজরত আলী মোল্লা (২৭), মো. হিরু শেখ (২২) ও মো. রাসেল (২০)। 

ফাইল ছবি

শুক্রবার সকালে র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে পাটুরিয়া ঘাটে অভিযান চালায় র‍্যাব। এ সময় যাত্রীদের কাছ থেকে ছিনতাই করা পাঁচটি মোবাইল ফোনসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পাঁচজন দীর্ঘদিন ধরে পাটুরিয়া ঘাট এলাকায় মোবাইল ফোন ছিনতাই করে আসছিল বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।

তিনি বলেন, পাঁচ ছিনতাইকারীর বিরুদ্ধে শিবালয় থানায় মামলা হয়েছে। এ ছাড়া ঈদে পাটুরিয়া ঘাট এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ঠেকাতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে র‍্যাব।