শুক্রবার
মানিকদির ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন এলাকায় ৭০০ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়
বলে জানান যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ।
জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে শেখ জামালকে স্মরণ করে তিনি বলেন, “শেখ জামাল মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে একজন সাহসী বীর
মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সেনাবাহিনীর
একজন গর্বিত সেনা অফিসার ছিলেন।
বঙ্গবন্ধু
চেয়েছিলেন শেখ জামালকে সেনা অফিসার হিসেবে গড়ে তুলতে। শহীদ শেখ জামাল পিতার স্বপ্ন
অনুযায়ী, একজন দেশপ্রেমিক
চৌকস-মেধাবী সেনা অফিসার হয়ে উঠেন।”
ঈদ উপহার বিতরণের
অনুষ্ঠানে ফজলে সামস জানান, যুবলীগের পক্ষ থেকে পুরো রোজার মাসজুড়ে ভাসমান মানুষের
মাঝে ইফতার সামগ্রীও বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে যুবলীগ সাধারণ
সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য
রফিকুল ইসলাম, নবী নেওয়াজ, যুগ্ম-সাধারণ
সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, ঢাকা মহানগর
উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, দক্ষিণের
ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, উত্তরের সাধারণ সম্পাদক
মো. ইসমাইল হোসেন, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ
এম রেজাউল করিম রেজা উপস্থিত ছিলেন।