যুক্তরাষ্ট্রের
‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি)’ মাস্ক শেয়ার বিক্রির নথিপত্র জমা দিয়েছেন
বৃহস্পতিবার। ওই নথির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার ও বুধবার এই দুই দিনে টেসলার
৪৪ লাখ শেয়ার বিক্রি করেছেন মাস্ক।
সোমবারেই মাস্কের
চার হাজার চারশ কোটি ডলারের অধিগ্রহণ প্রস্তাব গ্রহণ করেছে টুইটারের পরিচালনা পর্ষদ।
এসইসিতে নথিপত্র
জমা দেওয়ার পর মাস্ক টুইট করেছেন, টেসলার আর কোনো শেয়ার বিক্রির পরিকল্পনা তার নেই।
মাস্ক টুইটার
কেনার নগদ তহবিল জোগাড় করতে টেসলার শেয়ার বিক্রি করতে পারেন- এই আশঙ্কায় শেয়ার বাজারে
টেসলা শেয়ারের দরপতন শুরু হয়েছিল সপ্তাহের শুরুতেই।
হঠাৎ টেসলার বিপুল
সংখ্যক শেয়ার বিক্রির কোনো কারণ ব্যাখ্যা করেননি মাস্ক। এ প্রসঙ্গে এসইসিও কোনো ব্যাখ্যা
দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।
No further TSLA sales planned after today
— Elon Musk (@elonmusk) April 29, 2022
২০২১ সালের নভেম্বর
ও ডিসেম্বর মাসে টেসলার এক হাজার ৬৪০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছিলেন মাস্ক। সেবার
টেসলার ১০ শতাংশ শেয়ার বিক্রি করবেন কি না, টুইটার ফলোয়ারদের কাছেই সেই ‘পরামর্শ’ চেয়েছিলেন
মাস্ক। টুইটারে মাস্কের ফলোয়ার সংখ্যা আট কোটির বেশি।
মাস্ক টুইটারের
৯.২ শতাংশ শেয়ার কিনেছেন, এই খবর প্রকাশের পর থেকে শেয়ার বাজারে টেসলার শেয়ারের দাম
২০ শতাংশ কমেছে বলে জানিয়েছে রয়টার্স।
আর টুইটার মাস্কের
প্রস্তাব গ্রহণ করেছে, এই খবর প্রকাশের পর কেবল মঙ্গলবারেই বিদ্যুৎ চালিত এই গাড়ি নির্মাতার
বাজারমূল্য কমেছে ১২ হাজার ৫০০ কোটি ডলার।
এপ্রিলের তৃতীয়
সপ্তাহেই মাস্ক জানিয়েছিলেন, টুইটার কেনার জন্য প্রস্তাবিত চার হাজার চারশ কোটি ডলারের
মধ্যে দুই হাজার একশ কোটি ডলার আসবে তার নিজের পকেট থেকে।