ক্যাটাগরি

মেয়র তাপসকে নিয়ে ‘অপপ্রচার’, ১৪ জুন তদন্ত প্রতিবেদন

শুক্রবার
ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম ডিজিটাল নিরাপত্তা আইনের এ মামলার এজাহার গ্রহণ করে
তদন্ত প্রতিবেদন জমার তারিখ দেন।

মামলার
নথি থেকে জানা গেছে, তাপসের বিরুদ্ধে মিথ্যা, মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানোর
অভিযোগে দুইজনের নাম ও তিনটি ফেইসবুক পেইজের কথা উল্লেখ করা হয়।

বৃহস্পতিবার
রাজধানীর শাহবাগ থানায় রাকিবুর রহমান ফাহিম এবং তাজুদ্দিন আহমেদ রাসেল নামে দুই
ব্যক্তির বিরুদ্ধে মেয়র তাপসের ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম ডিজিটাল নিরাপত্তা
আইনে এ মামলা করেন।

মামলায়
অভিযোগ করা হয়, রাকিবুর রহমান ফাহিম নামে একটি আইডি থেকে ‘বাংলাদেশ টাইমস’ পেইজে প্রকাশিত ভিডিও শেয়ার
করা হয়েছে। তাজুদ্দিন আহমেদ রাসেল নামে আরেকটি আইডি থেকে ‘আইনিউজবিডিডটকম’ পেইজের ভিডিও শেয়ার হয়।

এছাড়া
ইলিয়াস হোসেন মিডিয়া নামে একটি ফেইসবুক পেইজ থেকেও ভিডিও সম্প্রচার করা হয়েছে।

মামলায়
বলা হয়, নিউ মার্কেটের দোকান মালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের
শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় এসব ফেইসবুক পেইজ এবং আইডি থেকে ‘উস্কানিমূলক’, ‘বিভ্রান্তিকর’ এবং ‘ভুল তথ্য’ ছড়ানো হয়।

গত
১৮ এপ্রিল ইফতারের টেবিল বসানো নিয়ে নিউ মার্কেটের দুই দোকানের কর্মীদের মধ্যে কথা
কাটাকাটির পর এক পক্ষ ঢাকা কলেজ ছাত্রাবাস থেকে ছাত্রলীগের কয়েকজন কর্মীকে ডেকে
আনে। তারা গিয়ে মারধরের শিকার হলে ছাত্রাবাসে ফিরে আরও শিক্ষার্থীদের নিয়ে সোমবার
মধ্যরাতে নিউ মার্কেটে হামলা চালাতে গেলে সংঘর্ষ বাঁধে।

ওই
সংঘর্ষ চলে পরদিনও। দিনভর সংঘর্ষের সময় একটি প্রতিষ্ঠানের ডেলিভারিম্যান নাহিদকে
কুপিয়ে জখম করা হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

একই
দিনে সংঘর্ষের সময় দুপুরের দিকে নুরজাহান মার্কেটের সামনে ইটের আঘাতে আহত হন
দোকান কর্মচারী মোরসালিন। দুদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার
মৃত্যু হয়।