ক্যাটাগরি

সিরাজগঞ্জে ট্রাকচাপায় পোশাক কর্মীর মৃত্যু

শুক্রবার সকালে মহাসড়কের সলঙ্গার পাঁচলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান।

মৃত শান্তনা খাতুন (২৮) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সুবাইল সরকার পাড়ার আব্দুল মাজেদের স্ত্রী।

আহত হন নিহতের স্বামী মাজেদ ও মেয়ে মাকসুদাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি লুৎফর রহমান বরেন, স্বামী আব্দুল মাজেদ মোটরসাইকেলযোগে স্ত্রী ও মেয়েকে নিয়ে ঢাকা থেকে গাইবান্ধা যাচ্ছিল। পথে পাঁচলিয়া বাজার এলাকায় লেন পরিবর্তন করার সময় মোটরসাইকেলের থেকে পড়ে যান শান্তনা। এ সময়ে পিছন থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর মোটরসাইকেল, ট্রাক ও লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয় বলে জানান এ পুলিশ কর্মকর্ত।