স্পোর্টস ডেস্ক,
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Apr 2022 03:00 AM BdST
Updated: 30 Apr 2022 03:00 AM BdST
কিলিয়ান এমবাপে গোল করলেন ও করালেন। ফরাসি ফরোয়ার্ডের আলো ঝলমলে পারফরম্যান্সও অবশ্য দলকে জয়ে ফেরানোর জন্য যথেষ্ট হলো না। শেষ সময়ে দুই গোল করে চ্যাম্পিয়ন পিএসজিকে রুখে দিল স্ত্রাসবুর।
লিগ ওয়ানে শুক্রবার রাতের রোমাঞ্চকর ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে।
(বিস্তারিত আসছে)