ক্যাটাগরি

চট্টগ্রামে ছেলে শিশুকে যৌন নির্যাতন, একজন গ্রেপ্তার

বায়েজিদ
বোস্তামী থানাধীন শেরশাহ কলোনি বিহারি মসজিদের হেফজখানার ছাদে দারোয়ানের কক্ষে শুক্রবার
রাতে শিশুটি নির্যাতিত হয় বলে অভিযোগ এসেছে।

গ্রেপ্তার
মিজানুর রহমান (৫৫) কুমিল্লার বরুরা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। শিশুটি বায়েজিদ
শেরশাহ এলাকার বাসিন্দা।

বায়েজিদ
বোস্তামী থানার ওসি কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক গার্মেন্টসকর্মীর আট
বছর বয়েসী ছেলে বিহারী মসজিদের হেফজখানায় পড়ালেখা করত। শুক্রবার রাতে ওই শিশুকে মসজিদের
দারোয়ান মিজানুর ফুসলিয়ে ছাদের কক্ষে নিয়ে বলাৎকার করে।

“এ ঘটনা জানাজানি হলে স্থানীয়
লোকজন ওই দারোয়ানকে আটকে রেখে ‍পুলিশে খবর দেয়। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই
দারোয়ানকে তাদের হেফাজতে নেয়।”

ওই শিশুকে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।