ক্যাটাগরি

মাস্কের হাতে যাওয়ার আগে ব্যবহারকারী বাড়ছে টুইটারে

টুইটারে ‎বিজ্ঞাপন থেকে
আসা আয়ও বাড়ছে, তবে বিবিসি বলছে, সেটি পূর্বাভাসের চেয়ে কম।‎

‎কিছু বিশ্লেষক অবশ্য
টুইটার কেনার পেছনে মাস্কের বাণিজ্যিক দূরদর্শিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশ্বের প্রায়
সব গুরুত্বপূর্ণ ব্যক্তি এই প্ল্যাটফর্মে থাকলেও এর  ধারাবাহিকভাবে উচ্চ আয়ের কোনো ইতিহাস নেই বলে উঠে
এসেছে বিবিসির প্রতিবেদনে।

‎সর্বশেষ প্রান্তিকে টুইটার
১২০ কোটি ডলার আয়ে লাভ করেছে ৫১ কোটি ডলারের সামান্য বেশি।

‎প্ল্যাটফর্মটির দৈনিক
সক্রিয় ব্যবহারকারীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ কোটি ৯০ লাখে, যা এক বছর আগে ছিল
২০ কোটির সামান্য কম। এসব তথ্য মিলেছে প্রতিষ্ঠানটির সর্বশেষ আর্থিক প্রতিবেদনে।

মার্কিন যুক্তরাষ্ট্রের
বাইরে টুইটারের ‎নতুন ব্যবহারকারী সংখ্যা শতকরা ১৮.১ হারে বাড়লেও নিজ দেশে এই বৃদ্ধির
হার ছয় দশমিক চার শতাংশ। ইউক্রেইনে যুদ্ধ এর আয়ে প্রভাব ফেলেছে বলে উল্লেখ রয়েছে আর্থিক
প্রতিবেদনে।

টুইটারের বোর্ড এই সপ্তাহেই
টেসলা প্রধান এবং বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্কের চার হাজার চারশ কোটি ডলারের
ক্রয় প্রস্তাবে সায় দিয়েছে।‎

ইলন মাস্কের টুইটার কেনার
এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে কয়েক মাস সময় লাগতে পারে। এর পরেই কেবল প্রতিষ্ঠানটি
ব্যক্তিগত মালিকানাধীন হবে।‎

মাস্ক এখনও প্ল্যাটফর্মের
জন্য তার পরিকল্পনা স্পষ্ট করেননি। তবে তিনি প্ল্যাটফর্মে বিজ্ঞাপন কমিয়ে আনা এবং
‘বট’ বা স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট বন্ধ করার বিষয়ে কথা বলেছেন।

বাক স্বাধীনতা প্রশ্নে
টুইটার কীভাবে চলতে পারে সে বিষয়ে নতুন পদ্ধতি থাকতে পারে বলে তিনি তর্কও তুলেছেন।‎