ক্যাটাগরি

মুহিত অসাধারণ মানুষ ছিলেন: মুস্তফা কামাল

শনিবার সকালে গুলশানের
আজাদ মসজিদে সাবেক অর্থমন্ত্রীর জানাজায় অংশ নেওয়ার আগে সাংবাদিকদের কাছে এই
প্রতিক্রিয়া ব্যক্ত করেন
তার উত্তরসূরি।

জানাজার আগে পূর্বসূরিকে স্মরণ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

জানাজার আগে পূর্বসূরিকে স্মরণ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মুস্তফা কামাল বলেন, “আজকের দিন আমাদের সবার জন্য
ভারাক্রান্ত দিন। মুহিত ভাই চলে গেছেন ফিজিক্যালি আমাদের মাঝ থেকে।
তিনি থেকে যাবেন আমাদের মাঝে তার কর্মের মাধ্যমে।

“তিনি অনেক ভালো কাজ করেছেন।
একজন অর্থমন্ত্রী হিসেবে তাকে অনেকভাবেই আপনারা মূল্যায়ন করতে পারেন। ভালো-মন্দ
এইসবের মূল্যায়ন করতে পারেন। যদি সবদিকে মূল্যায়ন করেন আমার বিশ্বাস এক কথায় বলতে হবে যে, এক অসাধারণ ভালো মানুষকে আমরা
হারিয়েছি।”

বড় ভাই মুহিতকে হারানোর বেদনা জানাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বড় ভাই মুহিতকে হারানোর বেদনা জানাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

প্রয়াত মুহিত সব শ্রেণির মানুষের বন্ধু ছিলেন
মন্তব্য করে তিনি বলেন, “মুহিত ভাই কোনো
মানুষের জন্য কাজ করেন নাই- এমন কেউ বলতে পারবেন না। তিনি
যেমনিভাবে দরিদ্র মানুষের বন্ধু ছিলেন, তেমনিভাবে বন্ধু ছিলেন কোটিপতি মানুষের।

“তার কাছে সবাই ন্যায় বিচার
পেয়েছেন।”

‘হি ইজ দ্যা গ্রেট ম্যান’

মুহিতের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী
এ কে আব্দুল
মোমেন বলেন, “আমাদের পরিবারের আমার ভাইয়ের মতো এরকম
টেলেন্টেড লোক খুব কম। হি ওয়াজ ওয়ান অব এ জায়ান্ট- সব ব্যাপারে।

“হি ইজ দ্যা গ্রেট ম্যান।
আমাদের একজন বড় অভিভাবককে হারলাম। শুধু ভাই হিসেবে না, আমার
বন্ধু হিসেবে এবং বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর ছিল। সেদিক থেকে আই ফেল্ট ভেরি ব্যাড; এটা খুবই দুঃখজনক।”

‘মুহিত একটি প্রতিষ্ঠান’

সাবেক অর্থমন্ত্রী মুহিতকে স্মরণ করতে গিয়ে অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জামান আহমদ বলেন, “আবুল মাল আবদুল মুহিত একটি প্রতিষ্ঠান,
তিনি একজন ব্যক্তি নন। তার যে অর্জন স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে
দেশগঠনে, সেটা অতুলনীয়। তিনি অত্যন্ত বিরল একজন মানুষ ছিলেন।

অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান

অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান

“বাংলাদেশে অন্তত
সাম্প্রতিককালে তার মতো প্রতিভা, তার মতো পরিশ্রমী, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে কাজ করার মানুষ
খুবই কম আছে।”

মুহিত আজীবন দেশ ও মানুষের জন্য নিবেদিত
ছিলেন জানিয়ে তিনি বলেন, “পাশাপাশি তিনি অনেক বই লিখেছেন। ৩০/৩৫টা
বই লিখেছেন। তার মধ্যে তিনি আমলা ছিলেন, আন্তর্জাতিক আমলা
ছিলেন, পরামর্শক ছিলেন, রাজনীতিক ছিলেন,
মন্ত্রী ছিলেন।

“তার পরেও তিনি লেখাপড়া করেছেন। এই ধরনের একজন বিরল ব্যক্তিকে আমরা হারালাম।
বাংলাদেশ তার হারানোতে গরিব হলো,
অনেকখানি গরিব হলো।”

তার বিদাহী আত্মার মাগফেরাত কামনা করেন এই
অর্থনীতিবিদ।