ক্যাটাগরি

হাটহাজারীতে বাস-রিকশার সংঘর্ষে প্রাণ গেল দুজনের

শনিবার
সকাল সাড়ে ছয়টার দিকে হাটহাজারী উপজেলার নাজিরহাট সড়কের খণ্ডলিয়ার ঘাট এলাকায় এ
দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিহতদের একজনের নাম নিকাশ বড়ুয়া (৫০)। তিনি হাটহাজারীর গুমানমর্দন ইউনিয়নের
বালুখালী গ্রামের মৃত হিমাংশু বড়ুয়ার ছেলে। নিহত অপরজন রিকশাটির
চালক, তার পরিচয় জানা যায়নি।

হাটহাজারী
ফায়ার সার্ভিসের লিডার সাদেক হাসান জানান, চট্টগ্রাম থেকে
ফটিকছড়িমুখী একটি বাসের সাথে খণ্ডালিয়া এলাকায় বিপরীত দিক
থেকে আসা ব্যাটারিচালিত
রিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

হাটহাজারী
ফায়ার স্টেশনের একটি দল সেখানে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে। ঘটনাস্থল থেকে
দুইজনের লাশ উদ্ধার করা হয়।

বাসটি জব্দ করা হলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছে।