ক্যাটাগরি

আরবে শনিবার ঈদের চাঁদ দেখার সম্ভাবনা নেই: আইএসি

গালফনিউজের প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়, এর ফলে রোববার রমজান মাসের শেষ দিন এবং পরদিন সোমবার শাওয়ালের প্রথম দিন অর্থাৎ পবিত্র ঈদুল ফিতর।

শনিবার সকালে এক বিবৃতিতে আইএসি জানায়, রোজার শেষ দিন হিসেবে চিহ্নিত করা ক্ষীণকায় কোনো চাঁদ তারা শনাক্ত করতে পারেনি। এর অর্থ মুসলিম বিশ্বের কোনো দেশ থেকেই এদিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই।

সংস্থাটির বিবৃতি অনুযায়ী, আরব আমিরাত ছাড়াও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্য দেশ থেকেও চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা নেই।

তবে সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি সকল মুসলিমের উদ্দেশে শনিবার ২৯ রমজান সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখতে পেলে জানানোর আহ্বান জানিয়েছে।

সৌদি আরবে ঈদের সঙ্গে মিল রেখে বাংলাদেশের অনেক অঞ্চলে ঈদ উদযাপন করা হয়। আর সাধারণত সেখানে ঈদের পরদিন বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়ে থাকে।

এবার সৌদি আরবে রোজা রাখা শুরু হয় ২ এপ্রিল এবং বাংলাদেশে এর পরদিন থেকে মুসলমানরা রোজা রাখা শুরু করেন।

গালফ নিউজ জানিয়েছে, এখন পর্যন্ত সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া ঈদের দিন ঘোষণা করেছে।

এ দুটি দেশে ২ মে সোমবার ঈদুল ফিতর উদযাপন করার কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে, ওই দিন থেকে শাওয়াল মাসের প্রথম দিন শুরু হবে।

রমজান মাসে রোজা রাখা শেষে চাঁদ দেখা সাপেক্ষে শাওয়াল মাসের প্রথম দিন ঈদ উদযাপন করে মুসলিম বিশ্ব।