শনিবার
মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানিটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঈদুল ফিতর উপলক্ষে এ
বছর এপ্রিলে ২০২১ সালের এপ্রিলের তুলনায় বিকাশে প্রায় দ্বিগুণ রেমিট্যান্স এসেছে।
এতে বলা
হয়, প্রবাসীরা যেমন অনায়াসে রেমিট্যান্স পাঠাচ্ছেন, দেশে থাকা প্রিয়জনেরাও অর্থ এবং
সময় ব্যায় করে ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে তা তোলার পরিবর্তে বাড়ির কাছের এজেন্টের
কাছ থেকে যেকোনো সময় ক্যাশ আউট করতে পারছেন। প্রয়োজনে বিভিন্ন ইউটিলিটির বিল পরিশোধসহ
অন্যান্য ডিজিটাল লেনদেনের টাকা পরিশোধ করতে পারছেন।
বিজ্ঞপ্তিতে
বলা হয়, এখন ৭০টির বেশি দেশ থেকে অনলাইন বা ওয়ালেট ট্রান্সফারের মাধ্যমে ৬৭টি মানি
ট্রান্সফার সংস্থা হয়ে দেশের ১২টি বাণিজ্যিক ব্যাংকে নিষ্পত্তির মাধ্যমে ছয় কোটির বেশি
বিকাশ অ্যাকাউন্টে নিরাপদে রেমিট্যান্স পাঠানো যাচ্ছে।
ব্যাংকিং
চ্যানেল হয়ে এখন একটি বিকাশ অ্যাকাউন্টে দিনে এক লাখ ২৫ হাজার টাকা এবং মাসে সাড়ে চার
লাখ টাকা পর্যন্ত রেমিট্যান্স গ্রহণ করতে পারেন একজন গ্রাহক বলে বিজ্ঞপ্তিতে জানানো
হয়।
অভিবাসীদের
বৈধ পথে দেশে টাকা পাঠানোতে উদ্বুদ্ধ করতে সরকার রেমিট্যান্সের উপর ২% প্রণোদনাকে বাড়িয়ে
সম্প্রতি ২.৫% করেছে। বিকাশ রিয়েল টাইমে সরকারের প্রণোদনাসহ তা বিতরণ করে।