কানাডার জাতীয় প্রতিরক্ষা বিভাগ
জানিয়েছে, শুক্রবার ভোররাতে (স্থানীয় সময়) কিংস্টন রয়েল মিলিটারি কলেজ ক্যাম্পাসে ওই
ক্যাডেটদের বহনকারী গাড়িটি পানিতে পড়ে যায়।
কানাডিয়ান ফোর্সেস ন্যাশনাল ইনভেস্টিগেশন
সার্ভিস ঘটনাটি তদন্ত করে দেখছে বলে গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে।
কলেজের কমোডোর জোজে কুর্তজ বলেছেন,
“কানাডার রয়েল মিলিটারি কলেজের চতুর্থ বর্ষের চার ক্যাডেট একটি গাড়িতে ছিল। ক্যাম্পাসের
ফ্রেডরিক পয়েন্টে তাদের বহনকারী গাড়িটি পানিতে পড়ে গেলে চার জনেরই মৃত্যু হয়।”
ওই চার ছাত্র তাদের বিএ ডিগ্রি
শেষ করার পর্যায়ে ছিল বলে জানিয়েছেন তিনি। তাদের মধ্যে দুজন মিলিটারি ও স্ট্র্যাটেজিক
স্টাডিজের ছাত্র ছিলেন এবং সেনাবাহিনীর আর্মার কোরের কর্মকর্তা হওয়ার পর্যায়ে ছিলেন।
সিবিসি নিউজের প্রতিবেদনে জানানো
হয়, শুক্রবার শেষ বিকালের দিকে ক্যাডেটদের বহনকারী গাড়িটিকে পানি থেকে তোলা হয়। এ দিন
তদন্তকারীরা পায়ে হেঁটে রাস্তা ও নৌকায় করে উপকূলরেখা পরীক্ষা করে দেখেন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন
ট্রুডো এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।