ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার মাজরায়
শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে কাশিয়ানী হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান।
নিহত ইমরান হোসেন (২০) যশোরের বাঘারপাড়ার
দারাজহাটের বাসিন্দা। তিনি ১০ পদাতিক ডিভিশনের ৪
ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নে সৈনিক হিসেবে কর্মরত ছিলেন।
পরিদর্শক বলেন, মোটরসাইকেলে করে যশোরে
গ্রামের বাড়ি যাচ্ছিলেন ইমরান। পথে একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হলে তিনি গুরুতর
আহত হন। স্থানীয়রা তাকে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট
হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেল
ও প্রাইভেটকারটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। প্রাইভেটকারের চালক পালিয়ে গেছে।