ক্যাটাগরি

দুই সহস্রাধিক কারাবন্দিকে নওফেলের ঈদ উপহার

শনিবার দুপুরে কারাগারে এক অনুষ্ঠানে বন্দিদের জন্য পাঞ্জাবি, শাড়ি, লুঙ্গি, সালোয়ার কামিজ ও বাচ্চাদের পোশাক কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, “সারাদেশে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের উন্নয়নে ছোয়া লেগেছে। যা থেকে কারাগারও বাদ যায়নি।

“আগে আমরা লক্ষ করতাম কারাগারগুলো ছিল জরাজীর্ণ। অনেকটা বসবাসের অনুপযোগী। কিন্তু বঙ্গবন্ধুকন্যার সরকার ক্ষমতায় আসার পরে কারাগারগুলো অনেক আধুনিক করা হয়েছে। তিনি সমাজের সকল স্তরের মানুষের চিন্তা করেন। কারাবন্দিদের বাসস্থানের সুব্যবস্থা, খাবারের মানোন্নয়ন- সেই ভাবনা থেকে বাদ যায় না।”

চট্টগ্রাম-৯ আসনের এমপি নওফেলের পক্ষ থেকে দুই হাজার বন্দি ও কারাগারে থাকা ৫০ শিশুর জন্য পোশাক দেয়া হয়।

নওফেল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী সকল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াতে। আজ আমরা সেই মানবিক নেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উনার নির্দেশে ঈদ উপহার বিতরণ করতে এসেছি।”

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং জেলার দেওয়ান তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ওয়ার্ড কাউন্সিলর আব্দুর সবুর লিটন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু,
সাধারণ সম্পাদক ও কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ, কারা পরিদর্শক ইয়াসিন আরাফাত কচি।