ক্যাটাগরি

মুহিতের দাফন রোববার সিলেটে

শনিবার ঢাকার গুলশানে আজাদ মসজিদে জানাজা শেষে তার ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন একথা জানান।

তিনি বলেন, “আমাদের পৈত্রিক বাড়ি সাহেব বাড়ির পেছনে আমাদের গোরস্তান আছে। যেখানে আমাদের বাবা, মা, দাদা-দাদি সবার কবর রয়েছে। সেখানে উনাকে দাফন করা হবে।”

সিলেট শহরের রায়নগরে সাবেক অর্থমন্ত্রী মুহিতের পৈত্রিক বাড়ি।

কথা প্রসঙ্গে মোমেন বলেন, “আমাদের বাড়ির উল্টো দিকে একটা স্কুল রয়েছে, যেখানে বঙ্গবন্ধু ১৯৪৭ সালে গিয়ে থেকেছিলেন, রেফারেন্ডামের সময়ে।”

মুহিতের মৃত্যুতে সিলেট আওয়ামী লীগের দুদিনের শোক
 

মুহিত ৮৮ বছর বয়সে শুক্রবার মারা যান। গত বছর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে শারীরিক নানা জটিলতার ভুগছিলেন তিনি।

দুই বারের সংসদ সদস্য মুহিত আওয়ামী লীগের সরকারে দুই বার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগেও এরশাদ আমলে একবার অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি।

শনিবার সকালে আজাদ মসজিদে জানাজার পর মুহিতের লাশ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে শ্রদ্ধা জানানোর পর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে আরেকটি জানাজা হয়।

রোববার সিলেটে নেওয়ার পর বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপরে দাফনের আগে দুপুর ২টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে হবে জানাজা।

আগামী ৭ মে গুলশানে আজাদ মসজিদে বাদ আসর মুহিতের জন্য দোয়া মাহফিল হবে বলে তার ছোট ভাই সাবেক সচিব এ কে আবদুল মোবিন জানিয়েছেন।