বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Apr 2022 02:16 PM BdST
Updated: 30 Apr 2022 04:21 PM BdST
নিজের কাটানো জীবনকে আবুল মাল আবদুল মুহিত বলতেন, ‘মহাতৃপ্তির, মহাপ্রাপ্তির’। সেই জীবন পেরিয়ে চিরতরে বিদায় নিলেন তিনি। ছবির ফ্রেমে মুহিতের সেই জীবনে দৃশ্যকাব্য।
-
টানা ১০ বছর অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর ২০১৯ সালে আবুল মাল আবদুল মুহিতকে বিদায় দিতে অনুষ্ঠানের আয়োজন করেছিল জাতীয় রাজস্ব বোর্ড।
-
আ হ ম মুস্তফা কামালের শুরু, আর আবুল মাল আবদুল মুহিতের সারা। ২০১৯ সালের ২৪ জানুয়ারি জাতীয় রাজস্ব ভবনে বিরল এক মুহূর্তে সাবেক ও বর্তমান অর্থমন্ত্রী। ছবি: আব্দুল্লাহ আল মমীন
-
জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট উপস্থাপনের পরদিন ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ছবি: আব্দুল্লাহ আল মমীন
-
জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী হিসেবে এটাই ছিল তার শেষ বাজেট। ছবি: পিআইডি
-
২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে একাত্তর ব্যাচের শিক্ষার্থী হোসনে আরার হাতে ক্রেস্ট তুলে দেন ১৯৫৫ সালে এমএ করা আবুল মাল আবদুল মুহিত।
-
২০১৭ সালে উচ্চাঙ্গ সংগীত উৎসবে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার হাতে উৎসব স্মারক তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ছবি: দীপু মালাকার
-
২০১৭ সালে সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে ভারতের তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে আবুল মাল আবদুল মুহিত। ছবি: আসাদুজ্জামান প্রামানিক
-
২০১৭ সালে জাতীয় পার্টির ইফতার অনুষ্ঠানে এইচ এম এরশাদের (প্রয়াত) সঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এক সময় এরশাদের সরকারেও অর্থমন্ত্রী ছিলেন মুহিত।
-
২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় নবান্ন উৎসবে আবুল মাল আবদুল মুহিত। সাংস্কৃতিক নানা আয়োজনে সবসময় অংশ নিতে দেখা যেত তাকে। ছবি: মোস্তাফিজুর রহমান
-
২০১৫ সালে শিশু একাডেমিতে আবুল মাল আবদুল মুহিতের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘সোনালী দিনগুলি’র প্রকাশনা অনুষ্ঠান হয়। ছবি: নয়ন কর
-
২০১৫ সালে আয়কর দিবসের শোভাযাত্রায় আবুল মাল আবদুল মুহিত। ছবি: নয়ন কর
-
সংসদে ২০১৫-১৬ অর্থ বছরের বাজেট উপস্থাপন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢুকছেন আবুল মাল আবদুল মুহিত।
-
২০১৫ সালে সংসদে বাজেট উপস্থাপনের আগে সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত আলাপে আবুল মাল আবদুল মুহিত।
-
২০১৩ সালের ডিসেম্বরে সিলেট-১ আসনে লড়তে মনোনয়নপত্র জমা দেন আবুল মাল আবদুল মুহিত। অন্য অনেকের মতো ২০১৪ সালের সেই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।
-
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সপ্তম বছর পূর্তির অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন আবুল মাল আবদুল মুহিত।
-
অভিনেতা অনন্ত জলিল ও অভিনেত্রী বর্ষার সঙ্গে আবুল মাল আবদুল মুহিত। এই দম্পতির সিনেমা ‘নিঃস্বার্থ ভালবাসা’ দেখতে সপরিবারে গিয়েছিলেন মুহিত।
-
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানাতে ২০১৩ সালে শাহবাগে হাজির হয়েছিলেন আবুল মাল আবদুল মুহিত।
-
শিল্প সমঝদার আবুল মাল আবদুল মুহিত শিল্পকলা একাডেমিতে ক্ষিণ এশীয় চিত্রকলা প্রদর্শনীতে। ছবি: আসাদুজ্জামান প্রামানিক
-
হুমায়ূন আহমেদের চেহলামে আবুল মাল আবদুল মুহিত ও মুহাম্মদ ইউনূস।
-
২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের পুনর্মিলনীতে বিভাগের সাবেক শিক্ষার্থী আবুল মাল আবদুল মুহিত। ছবি: আসাদুজ্জামান প্রামানিক
-
২০১১ সালে ৭৮তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছাসিক্ত হয়েছিলেন আবুল মাল আবদুল মুহিত। ছবি: পিএমও
-
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ২০১০ সালে স্বাধীনতা স্তম্ভ ভাস্কর্য পরিদর্শনে আবুল মাল আবদুল মুহিত। ছবি: নাসিরুল ইসলাম
-
২০১০ সালে ভারতের তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ঢাকা সফরে এলে বিমানবন্দরে তাকে স্বাগত জানান আবুল মাল আবদুল মুহিত। ছবি: মুস্তাফিজ মামুন
-
২০০৯ সালে বেঙ্গল শিল্পালয়ে শিল্পী শাহাবুদ্দিন আহমেদের একক চিত্র প্রদর্শনীতে তার সঙ্গে আবুল মাল আবদুল মুহিত ও ভারতের প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমী। ছবি: ফিরোজ আহমেদ
-
২০০৯ সালে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের জানাজায় আবুল মাল আবদুল মুহিত। ছবি: মুস্তাফিজ মামুন
-
আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসেবে ২০০৯ সালে প্রথম বাজেট দেওয়ার পরদিন সংবাদ সম্মেলনে আবুল মাল আবদুল মুহিত। ছবি: নাসিরুল ইসলাম
-
আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসেবে ২০০৯ সালে সংসদে প্রথম বাজেট উপস্থাপন করেন আবুল মাল আবদুল মুহিত। সেই বাজেট ঘোষণা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় সংসদে ঢোকেন তিনি।
-
আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসেবে ২০০৯ সালে নিজের প্রথম বাজেট দেন আবুল মাল আবদুল মুহিত।
-
২০০৯ সালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্প মেলায় আবুল মাল আবদুল মুহিত। তার সঙ্গে থাকা এফবিসিসিআইর তৎকালীন সভাপতি আনিসুল হকও এখন প্রয়াত। ছবি: মুস্তাফিজ মামুন
-
২০০৯ সালে ঢাকার ৪০০ বছর পূর্তি উদযাপন কমিটি আয়োজিত পিঠা উৎসবে আবুল মাল আবদুল মুহিত । ছবি: নাসিরুল ইসলাম