শনিবার বেলা সাড়ে ১২টায় উপজেলার কুট্টাপাড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু জানান।
মৃত আরমান মিয়ার (৩২) বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলায়।
ওসি বলেন, হবিগঞ্জের মাধবপুর থেকে আসা দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এসময় মোটরসাইকেল আরোহী আরমান ঘটনাস্থলেই মারা যান।
আহত দশজেনকে সরাইল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।