ক্যাটাগরি

রাজবাড়ীতে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত

শনিবার সকাল সাড়ে ৬টায় রাজবাড়ী-কুষ্টিয়া
আঞ্চলিক মহাসড়কে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পাংশা
হইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী জানান।

নিহত মাহাবুবুর রহমান (৩০) সিরাজগঞ্জ সদর
উপজেলার আমলাপাড়া এলাকার আবুল কালামের ছেলে। তিনি প্রাইভেটকারটি চালাচ্ছিলেন।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তরমুজের
ট্রাকটি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। যে স্থানটিতে দুর্ঘটনা ঘটেছে সেখানে বাঁক ছিল।

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাঁক থাকায়
এবং বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটেছে। এতে চালক ঘটনাস্থলেই মারা যান।

ট্রাকের চালক ও তার সহযোগী (হেলপার) পলাতক
রয়েছে।