ক্যাটাগরি

অনন্য কীর্তি গড়ে আরও শিরোপায় তাকিয়ে আনচেলত্তি

লা লিগায় শনিবার এস্পানিওলকে ৪-০ গোলে হারিয়ে রেকর্ড ৩৫তম বারের মতো স্পেনের শীর্ষ লিগে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল।

লিগের চার রাউন্ড বাকি থাকতেই লিগ শিরোপা নিশ্চিত করল তারা, ১৯৮৯-৯০ মৌসুমের পর এটাই তাদের দ্রুততম সময়ে লিগ জেতার কীর্তি।

রিয়ালের লিগ জয় দিয়ে দারুণ এক অর্জনে নাম লেখা হয়ে গেল আনচেলত্তির। প্রথম কোচ হিসেবে তিনি পেলেন ইউরোপের শীর্ষ পাঁচ লিগের প্রতিটাতেই চ‍্যাম্পিয়ন হওয়ার স্বাদ; প্রিমিয়ার লিগ, বুন্ডেসলিগা, সেরি আ, লিগ ওয়ান ও লা লিগা।

প্রথম মেয়াদে রিয়ালের দায়িত্ব নিয়ে ২০১৩-১৪ মৌসুমে রিয়ালকে তাদের দশম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এনে দিয়েছিলেন আনচেলত্তি। চলতি মৌসুমেও তার দল টিকে আছে ইউরোপ সেরার মঞ্চে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেমি-ফাইনালের লড়াইয়ে প্রথম লেগে রিয়াল হেরেছে ৪-৩ গোলে। ফিরতি লেগ আগামী বুধবার সান্তিয়াগো বের্নাবেউয়ে।

দলীয় ও ব্যাক্তিগত অর্জনের আনন্দঘন মুহূর্তে আনচেলত্তি আপাতত চান উদযাপনে মেতে থাকতে। সমর্থকদের কাছে তার চাওয়া, উদযাপনের রেশ ধরে রেখে তারা যেন সিটির বিপক্ষেও একইভাবে দলকে সমর্থন দেন।

“অনেক আবেগ জড়িয়ে আছে, একটি চ্যালেঞ্জ আমরা জয় করেছি। মৌসুমটি ছিল দারুণ, ছিল অনেক ধারাবাহিকতা। খেলোয়াড়দের ধন্যবাদ জানাতেই হবে তাদের কাজ এবং মানসিকতার জন্য।”

“আজকে কোনো কথা হবে না, শুধু উৎসব হবে। আমি উদযাপন করতে চাই। পাঁচটি শীর্ষ লিগ জিততে পেরে আমি গর্বিত। এটির মানে, আমি ভালোই করেছি! রিয়াল মাদ্রিদের হয়ে শিরোপা জয় চালিয়ে যেতে চাই। সমর্থকদের বলেছি যে, (সিটির বিপক্ষে) আগামী বুধবার আমাদের একই আবহ প্রয়োজন।”

৩৪ ম‍্যাচে ২৫ জয় ও ৬ ড্রয়ে রিয়ালের পয়েন্ট হলো ৮১। সমান ম‍্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে সেভিয়া।