ক্যাটাগরি

প্রতিপক্ষের বড় স্কোরে উইকেটশূন্য মুস্তাফিজ

আইপিএলে রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৪ ওভারে ৩৭ রান দিয়ে উইকেটশূন্য থাকেন মুস্তাফিজ। তার প্রথম দুই ওভার ছিল পাওয়ার প্লেতে, পরের দুটি স্লগ ওভারে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২০ ওভারে ৩ উইকেটে ১৯৫ রান তোলে লক্ষ্নৌ সুপার জায়ান্টস।

ব্যাটিং সহায়ক উইকেটে টস হেরে বোলিংয়ে নামা দিল্লির প্রথম ওভারটি করেন মুস্তাফিজ। বাউন্ডারিতে শুরু ওভারটিতে রান দেন তিনি ৬। প্রথম ৫ ওভারে ৫ বোলারকে আক্রমণে আনেন দিল্লি অধিনায়ক রিশাভ পান্ত। ষষ্ঠ ওভারে আবার বোলিংয়ে এসে মুস্তাফিজ দেন ৮ রান।

পাওয়ার প্লেতে ৬ ওভারে ৫৭ রান তোলে লক্ষ্নৌ। পরে লোকেশ রাহুল ও দিপক হুডার দারুণ ব্যাটিংয়ে এগিয়ে যায় তারা বড় স্কোরের পথে।

মুস্তাফিজ আবার বোলিং পান অষ্টাদশ ওভারে। এই ওভারটিও খারাপ করেননি, রাহুলের ব্যাটে চার হজম করলেও রান দেন ওভারে ৮।

শেষ ওভারটিতে একটু খরুচে হয়ে যান তিনি। দুটি ওয়াইড দেন, পেশির জোরে দারুণ শটে লং অন দিয়ে ছক্কা মারেন মার্কাস স্টয়নিস। ওই ওভার থেকে আসে ১৫ রান।

৫১ বলে ৭৭ রান করেন রাহুল, ৩৪ বলে ৫২ হুডা।

এবারের আইপিএলে এই নিয়ে আট ম্যাচের চারটিতে উইকেট নিতে পারলেন না মুস্তাফিজ। উইকেটবিহীন থাকার দুই ম্যাচে অবশ্য বেশ মিতব্যয়ী বোলিং করেন। সব মিলিয়ে ৩২ ওভার বোলিংয়ে তার উইকেট ৮টি, ওভারপ্রতি রান গুনেছেন ৭.৬২।

দারুণ লড়াইয়েও হার এড়াতে পারেনি দিল্লি। ১৯৬ রানের লক্ষ‍্য তাড়ায় থামে ১৮৯ রানে। ৬ রানের হারের পর শেষ চারে থাকার পথ অনেক কঠিন হয়ে গেল মুস্তাফিজদের জন‍্য।