বাগেরহাটের মোল্লাহাট হাইওয়ে পুলিশের পরিদর্শক শেখ আবুল হাসান জানান, উপজেলার পালেরহাট এলাকার বাগেরহাট-মাওয়া মহাসড়কে রোববার সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় বাগেরহাট-মাওয়া মহাসড়কে রোববার সকালে বাস ও ট্রাকের সংঘর্ষে দুই চালকসহ তিনজন নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পরিদর্শক আবুল হাসান বলেন, বাগেরহাট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচেড়ে যায় এবং দুই চালক ঘটনাস্থলেই মারা যান।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় বাগেরহাট-মাওয়া মহাসড়কে রোববার সকালে বাস ও ট্রাকের সংঘর্ষে দুই চালকসহ তিনজন নিহত হয়।
দুটি যানের বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।
তিনি বলেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মৃতদের নাম-পরিচয় জানার চেষ্টা করছেন তারা।