ক্যাটাগরি

ভাটিয়ারিতে প্রাইভেটকার ও রিকশা সংঘর্ষে নিহত ২

রোববার
বিকালে বন্দর-ভাটিয়ারি টোল রোডের আকবরশাহ থানার বাংলাবাজার সাহেব বাবুর বৈঠক খানা
এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা
হলেন, প্রাইভেটকারের যাত্রী জোছনা বেগম (৭৫) ও রিকশাচালক রাজু দাশ (৪০)।

আকবর শাহ
থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফাঁকা রাস্তায়
দ্রুতগতির প্রাইভেটকারটি ব্যাটারিচালিত রিকশাটিকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার
পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে রিকশাচালক রাজু মারা যান।

হালিশহরের
দিক থেকে ভাটিয়ারির পথে থাকা উভয় বাহনেরই গতি বেশি ছিল প্রত্যক্ষদর্শীর বরাতে জানান
তিনি।

এদিকে প্রাইভেটকার
আরোহী জোছনা বেগমকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর
সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এসআই মোস্তাফিজ।

তিনি জানান,
দুর্ঘটনা কবলিত গাড়িতে জোছনা বেগমের ছেলে থাকলেও তিনি অক্ষত আছেন। তবে কার চালক পালিয়ে
গেছেন।