নিজেদের ম্যাচে কষ্টের জয়ে শনিবার কিছুক্ষণের জন্য পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠেছিল লিভারপুল। লিডস ইউনাইটেডের মাঠে ৪-০ ব্যবধানের জয়ে ফের তাদের দুইয়ে নামিয়ে দেয় সিটি। স্কোর লাইন যেমন বলছে, ততটা দাপুটে জয় পায়নি গত আসরের চ্যাম্পিয়নরা।
৩৪ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। ১ পয়েন্ট কম নিয়ে ঠিক পেছনেই আছে লিভারপুল।
লিগের এই পর্যায়ে এসে আর পা হড়কানোর সুযোগ দেখেন না গুয়ার্দিওলা। লিডস ম্যাচের পর স্প্যানিশ এই কোচ বলেন, তাদের জন্য সমীকরণ ‘সহজ।’
“এটা (শিরোপা ভাগ্য) আমাদের হাতে। উলভস, নিউক্যাসল, ওয়েস্ট হ্যাম এবং অ্যাস্টন ভিলা। (সবগুলো ম্যাচ) জিতব তো আমরা চ্যাম্পিয়ন হবো। আর পয়েন্ট হারালে লিভারপুল চ্যাম্পিয়ন হবে। এখন এটা খুব জটিল কিছু নয়, লিভারপুল নিজেদের সব ম্যাচ জিততে যাচ্ছে।”
“আমরা জানি, আমাদের কি করতে হবে- নিজেদের ম্যাচগুলো জিততে হবে। টানা দুই শিরোপা জয়ের চেষ্টা করা এবং পাঁচ বছরে চারটি প্রিমিয়ার লিগ শিরোপা, এটা বিশেষ এবং সম্মানের।”