ক্যাটাগরি

কক্সবাজারে রেললাইনের পাশে কিশোরের গলাকাটা লাশ

রামু থানার ওসি মো. আনোয়ার হোসাইন জানান, রোববার সকালে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকা থেকে লাশ উদ্ধার করেন তারা।

মৃত আবু সৈয়দ (১৬) রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।

ওসি বলেন রেললাইনের পাশে এক কিশোরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। ছেলেটি এলাকায় ব্যাটারি চালিত ইজিবাইক চালাতেন বলে স্থানীয়রা তাদেন জানিয়েছেন।

ইজিবাইক ছিনতাই করার উদ্দেশ্যেই ছেলেটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা এ পুলিশ কর্মকর্তার।

তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।