লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর কাতালান ক্লাবটির দশ নম্বর জার্সি পান ফাতি। কিন্তু চোটের সঙ্গে সখ্যতায় বেশিরভাগ সময় মাঠের বাইরেই কাটছে তার। দুই মাসের বেশি সময় বাইরে থাকার পর গত জানুয়ারিতে মাঠে ফিরেছিলেন। কিন্তু ক’দিনের ব্যবধানে ফের চোটে পড়েন। এ দফায় হ্যামস্ট্রিংয়ের সেই চোট কাটিয়ে তিন মাসের বেশি সময় পর মাঠে ফিরতে যাচ্ছেন এই উইঙ্গার।
লা লিগায় রোববার রিয়াল মায়োর্কার বিপক্ষে খেলবে বার্সেলোনা। এই ম্যাচের স্কোয়াডে ফাতি থাকবেন বলে জানান কোচ শাভি এরনান্দেস।
ফাতি সবশেষ বার্সেলোনার জার্সিতে খেলেন গত ২০ জানুয়ারি। আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচটি ৩-২ গোলে হারে বার্সেলোনা।
ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ফাতি। কিন্তু পরে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। চলতি মৌসুমে ফাতির দশম ম্যাচ ছিল সেটি।
শাভি আভাস দিলেন, সব ঠিক থাকলে মায়োর্কার বিপক্ষে কিছু সময়ের জন্য হলেও মাঠে দেখা যেতে পারে ফাতিকে।
“ম্যাচের দিন আমরা স্কোয়াড ঘোষণা করবো, তবে ফাতি এতে থাকবে। আমরা তার মধ্যে দারুণ সব জিনিস দেখছি, সে ভালো বোধ করছে।”
“গত দুই সপ্তাহে তার মধ্যে আমরা অনেক উন্নতি দেখেছি। সব ঠিক থাকলে সে (ফাতি) কয়েক মিনিটের জন্য খেলতে যাচ্ছে। সে দারুণ খুশি, হাসছে, এবং সে এমন একজন খেলোয়াড় যে পার্থক্য গড়ে দিতে পারে।”
ফাতির মতো একজন খেলোয়াড়কে বেশিরভাগ সময়ই পাননি বলে আফসোস রয়েছে শাভির। লিগে সামনের ম্যাচগুলোর জন্য এই স্প্যানিশ তারকার উপস্থিতি দলে গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে বলে বিশ্বাস তার।
“এটা খুব কষ্টের যে আমরা এতো মাস তাকে খেলাতে পারিনি…। তাকে ফিরে পেয়ে আমি খুশি। সে বিশেষ একজন খেলোয়াড় এবং শেষ পাঁচ ম্যাচে তার উপস্থিতি আমাদের জন্য দারুণ হবে।”
বার্সেলোনার যুব দল থেকে উঠে আসা ১৯ বছর বয়সী ফাতি ক্যারিয়ারের শুরু থেকেই ভুগছেন চোটে। ২০২০ সালের নভেম্বরে বাঁ হাঁটুর চোটে ছিটকে পড়ার পর তিনবার অস্ত্রোপচার করাতে হয়। সে দফায় ১০ মাস মাঠের বাইরে ছিলেন।
মায়োর্কার বিপক্ষে রোববারের ম্যাচের আগে বার্সেলোনা অবশ্য একঝাঁক ফুটবলারকে হারিয়েছে। ঊরুর চোটে পড়েছেন পেদ্রি, আঙুলে চোট রয়েছে নিকো গনসালেসের, টনসিলাইটিস সমস্যায় ভুগছেন উসমান দেম্বেলে, হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে সের্জিনো দেস্তের, পেশিতে চোট সের্হি রবের্তোর, পায়ে চোট স্যামুয়েল উমতিতির এবং মার্টিন ব্রাথওয়েট আক্রান্ত করোনাভাইরাসে।
রিয়াল মাদ্রিদ এরই মধ্যে লা লিগার শিরোপা নিশ্চিত করে ফেলেছে। বার্সেলোনা রয়েছে দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করা এবং চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করার মিশনে।
৩৩ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে বার্সেলোনা। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলা সেভিয়া ৬৪ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।