ক্যাটাগরি

বিশখালি নদীতে নৌকা ডুবে কিশোর নিখোঁজ

উপজেলার শৌলজালিয়া অংশে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন জানান।

নিখোঁজ মো. রিফাত বিন আলিফ (১৭) ওই ইউনিয়নের তালগাছিয়া গ্রামের মো. পলাশ হাওলাদার ছেলে।

নৌকা ডুবির পর তার ছয়বন্ধু সাঁতরে তীরে উঠে আসতে পারে। এরা হল- মো. রাতুল ইসলাম, বাঁধন রায়, ইমরান, রবিউল, তন্ময় মণ্ডল ও ফেরদৌস।

স্থানীয়রা জানায়, উপজেলার সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০ ব্যাচের সাত বন্ধু মিলে শনিবার বিকালে বিশখালি নদীতে নৌকা ভ্রমণে বের হয়। সন্ধ্যায় বেতাগী উপজেলার ফুলতলা চরে ইফতার করে তারা। সেখান থেকে ফেরার পথে স্রোত ও ঢেউয়ে তাদের নৌকা ডুবে গেলে নিখোঁজ হয় রিফাত।

 ইউপি চেয়ারম্যান রিপন বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করে। ৬/৭ ট্রলারে করে এখনও তল্লাশি অব্যাহত রয়েছে। তবে নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে।