শনিবার রাত সাড়ে
১১টায় উপজেলার সন্তোষপুর ইউনিয়নের উত্তর লড়ারকুল গ্রাম থেকে এসব গাঁজা গাছ উদ্ধার করা
হয় বলে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেলের পরিদর্শক এস এম আশরাফুল আলম
জানান।
গ্রেপ্তার আনু মাঝি
(৪৫) ওই গ্রামেরই বাসিন্দা। ডিবির এসআই দিলীপ কুমার বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো
হয়েছে।
পরিদর্শক বলেন,
আনু অন্তত ছয় মাস আগে একজনের কাছ থেকে পরিচিত গাঁজা গাছগুলো সংগ্রহ করে বাড়ির ফলজ ও
বনজ বাগানে রোপণ করেছিলেন। তার দেওয়া তথ্যেই গাছগুলো উদ্ধার করা হয়। তিনি পরিচর্যা
করে গাছগুলো বড় করেছেন। গাছগুলো আট থেকে ১২ ফুট পর্যন্ত লম্বা হয়েছে।
আনুর বিরুদ্ধে এর
আগে কোনো মামলা হয়নি। বাগান থেকে গাছগুলো তুলে এনে ধ্বংস করেছে পুলিশ।