সাংহাইয়ের ১৬ জেলার মধ্যে ৬টি এরই মধ্যে
‘শূন্য কোভিড’ মর্যাদা অর্জনও
করেছে বলে তার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রোববার এক সংবাদ সম্মেলনে সাংহাই শহর সরকারের
কর্মকর্তা গু হংহুই জানান, কোনো জেলায় যদি টানা তিনদিন স্থানীয়ভাবে সংক্রমিত কোভিড
রোগী পাওয়া না যায়, তখন সেটি ‘শূন্য কোভিড’ জেলার মর্যাদা
পায়।
সাংহাইয়ের এ ৬ জেলার মধ্যে ৫টিতে শিগগিরই
গণপরিবহন খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শহরটির এক স্বাস্থ্য কর্মকর্তা; তবে কবে নাগাদ
খুলতে পারে, সেটা সুনির্দিষ্ট করে বলতে পারেননি তিনি।
সংক্রমণের মাত্রা কমে এলেও সাংহাইজুড়ে
রোববার থেকে ফের কোভিড শনাক্তে গণপরীক্ষা শুরু হচ্ছে।
৭ মে পর্যন্ত চলা এ গণপরীক্ষায় পিসিআর
ও অ্যান্টিজেন টেস্ট হবে, বলেছেন হংহুই।