ক্যাটাগরি

কক্সবাজারের ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, সোমবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকায় নাফ নদীতে এ অভিযান চালানো হয়।

আটকরা হল- উখিয়া উপজেলার বালুখালীর ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত আলী মিয়ার ছেলে মো. নূর কবির (৩০) ও বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. নুরুজ্জামানের ছেলে মো. রহিমুল্লাহ (২৪)।

খালিদ বলেন, নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান আসার খবরে বিজিবির একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে একটি হস্তচালিত নৌকায় তিনজন ব্যক্তিকে নাফ নদীর জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়।

এ সময় নৌকায় থাকা একজন লাফ দিয়ে নদীতে নেমে মিয়ানমার দিকে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা নৌকাটি ঘেরাও করে দুইজনকে আটক করে বলে বিজিবির এ কর্মকর্তার ভাষ্য। 

তিনি বলেন, “নৌকাটিতে তল্লাশি করে পাটাতনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি বস্তা পাওয়া যায়। পরে বস্তা খুলে ২ কেজি ৭১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার ইয়াবা পাওয়া যায়। “

বিজিবির এ কর্মকর্তা জানান, উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৬৫ লাখ ৭০ হাজার টাকা।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।