ক্যাটাগরি

দুবৃত্তদের স্থান আওয়ামী লীগে হবে না: তথ্যমন্ত্রী

সোমবার চট্টগ্রাম
মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা জিতেন্দ্র গুহকে
দেখতে গেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তথ্য ‍ও
সম্প্রচারমন্ত্রী আহত আওয়ামী লীগ নেতার চিকিৎসার খোঁজ খবর নেন।

গত ২৯ এপ্রিল
পটিয়ার হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিলের ‘ব্যানারে নাম না থাকায়’ ইউনিয়ন
আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে গাছে বেঁধে মারধর করে চেয়ারম্যান
বিএম জসিম ও তার লোকজন।

পরে সেই ফেইসবুকে
ছড়িয়ে পড়ার পর দায়ীদের গ্রেপ্তার করে পুলিশ।

হাছান মাহমুদ বলেন,
“আওয়ামী লীগের ত্যাগী নেতা জিতেন্দ্র গুহের ওপর হামলার ঘটনা ন্যাক্কারজনক। দলের
নাম ভাঙিয়ে যারা দলের পরীক্ষিত নেতাদের নিগৃহীত করে এমন দুর্বৃত্তদের জায়গা আওয়ামী
লীগে নেই।“

পটিয়ায় আওয়ামী লীগ নেতাকে গাছে বেঁধে মারধর: চেয়ারম্যান গ্রেপ্তার
 

পটিয়ায় আওয়ামী লীগ নেতাকে গাছে বেঁধে মারধর
 

তিনি বলেন,
“জিতেন্দ্র গুহ আমাদের দলের একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। তিনি ইউনিয়ন আওয়ামী
লীগের সভাপতি ছিলেন। ছাত্রলীগ থেকে শুরু করে অনেক দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে আজকের
পর্যায়ে এসেছেন।

“তার ওপর যে হামলা
হয়েছে সেটি শুধু নিন্দনীয় নয়, এটি জঘন্য। যারা হামলা করেছে তারা দল থেকে
বহিস্কৃত।”

তিনি বলেন,
“পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের যেই জসিম (বিএম জসিম) চেয়ারম্যানের নেতৃত্বে হামলা
হয়েছে তাকে দল থেকে আগেই বহিস্কার করা হয়েছিল ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী
হবার কারণে। তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আশা করছি অন্যান্য আসামীরাও সহসা
গ্রেপ্তার হবে।“

থানা আওয়ামী লীগ
জসিমকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রীর
সঙ্গে আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ চট্টগ্রামের নেতারা
উপস্থিত ছিলেন।