ক্যাটাগরি

আশুলিয়ায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ড, ‘১০ ফায়ারকর্মী’ আহত

বাইপাইল
এলাকায় একটি টিনশেড গুদামে সোমবার দুপুরে এ অগ্নিকাণ্ড ঘটে বলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের
ওয়্যারহাউজ পরিদর্শক মো. রাইসুজ্জামান জানান।

আগুন
নেভাতে গিয়ে তাদের অন্তত ১০ জন কর্মী আহত হয়েছেন বলে এই কর্মকর্তা জানান।

প্রত্যক্ষদর্শীর
বরাতে রাইসুজ্জামান জানান, দুপুর বাইপাইলে মো. মুরাদ মালিকাধীন ঝুটের একটি টিনশেড গুদামে
হঠাৎ আগুন লাগলে স্থানীয়রা নেভানোর চেষ্টা করে। পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ফায়ার
সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান রাইসুজ্জামান।

তিনি
আরও বলেন, আগুনের তীব্রতা বেশি হওয়ায় ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পোহাতে হয়েছে। প্রাথমিকভাবে
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।