প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের
সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল সোমবার ভোর রাতে উন্নত চিকিৎসার
জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান বলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল জানান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
মিঠামইন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল জেলা ও দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের
বিশেষ আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি স্ত্রী, ছয় ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী
ও অনুসারী রেখে গেছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, বার্ধক্যজনিত কারণে রোববার
রাত সাড়ে ১২টার দিকে কামরুল আহসান অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম
মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর
করেন। পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।