ঢাকা-ময়মনসিংহ
মহাসড়কের জৈনা বাজারে সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে মাওনা হাইওয়ে থানার সার্জেন্ট
শিবুনাথ সরকার জানান।
নিহত হারেজ
মিয়া (৩৫) উপজেলার নগরহাওলা গ্রামের আউশ মিয়ার ছেলে।
শিবুনাথ
সরকার জানান, মহসড়কের ঢাকাগামী লেইন ধরে মোটরসাইকেলে করে যাওয়ার সময় একই পথের একটি
কভার্ডভ্যান এটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হারেজ নিহত হন।
স্থানীয়রা
কভার্ডভ্যানচালক মো. আলামিনকে (৩৬) আটক করলেও চালকের সহকারী গাড়িটে নিয়ে পালিয়ে গেছেন
বলে পুলিশ জানিয়েছে।
চালকের
গ্রামের বাড়ি ফরিদপুরে বলে জানান সার্জেন্ট শিবুনাথ।