ক্যাটাগরি

জয়পুরহাটে র‌্যাবের অভিযানে ৫ ‘মাদক কারবারি’ আটক

জেলার সদর ও পাঁচবিবি উপজেলায় রোববার
রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে র‌্যাব-৫
জয়পুরহাট ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মাসুদ রানা জানান।

আটকরা হলেন জয়পুরহাট সদরের পাইকড়
দাঁড়িয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে এমরান হোসেন (২৫), কালাই উপজেলার আকলাপাড়া
গ্রামের ইউনুস আলীর ছেলে আবু তালহা তারিফুল ইসলাম (৩২), মান্দাইল গ্রামের আফসার
আলীর ছেলে ময়েন মন্ডল (৩৫) এবং পাঁচবিবির পশ্চিম উচনা গ্রামের হামিদুল ইসলামের
ছেলে সোহেল রানা (৩২) ও ঠাঙ্গর হাটখোলা গ্রামের মজিবর মণ্ডলের ছেলে সরোয়ার হোসেন (৪৫)।

আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ‘মাদকের’
কারবার করছিলেন বলে পুলিশের ভাষ্য।

সহকারী পুলিশ সুপার মাসুদ রানা
বলেন, গোপন সংবাদ পেয়ে সদর উপজেলার পাকুরতলী থেকে ৩০ কেজি গাঁজা ও মোটরসাইকেলসহ
এমরানকে আটক করা হয়। এছাড়া, কালাই উপজেলার মাত্রাই বানদিঘী থেকে তারিফুল ও ময়েনকে
৩১৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।

পাঁচবিবির বড় মানিক গোবরা ব্রিজে
আরেকটি অভিযানে ৪১৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সোহেল ও সরোয়ারকে আটক করা হয় বলে
জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

আটকের সময় গ্রেপ্তারদের কাছ থেকে
নগদ টাকা ও কয়েকটি মোবাইল জব্দ করা হয়।

মাদক আইনে মামলা করে আটকদের সংশ্লিষ্ট
থানায় হস্তান্তর করা হয়েছে বলে সহকারী পুলিশ সুপার।